...

অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়-Affiliate Marketing

93 views


এফিলিয়েট মার্কেটিং ইন্টারনেট ইনকাম করা নিয়ে একটু হলেও নড়াচড়া করেছেন। তারা কোন না কোন একসময় এফিলিয়েট মার্কেটিং এর নাম শুনে থাকবেন ।হয়তো অনেকেই আছে জানেন এফিলিয়েট মার্কেটিং কি? এটা কিভাবে করতে হয়

আবার অনেকে আছে আফিলিয়েট মারকেটিং অনেক এক্সপার্ট। আমি নিজেও অ্যাফিলিয়েট মার্কেটিং করেছি। আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে আমি জানাব কিভাবে আপনি বাংলাদেশ থেকে কোন ইনভেস্টমেন্ট ছাড়া।

আপনার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল কিভাবে একটা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারেন। আমার কিছু প্রসেস আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব এবং বিস্তারিত আলোচনা করবো এফিলিয়েট মার্কেটিং।

এফিলিয়েট মার্কেটিং কি যারা জানেন খুবই ভালো যারা জানেন না। তাদের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং হল আপনি কোন একটা কোম্পানির প্রোডাক্ট এন্ড সার্ভিস সেল করে দিবেন এবং বিনিময় সেখান থেকে আপনি একটা কমিশন নেবেন।

আমার একটি টি-শার্টের কোম্পানি আছে এবং আমি একা আমার এই কোম্পানির অনেক মার্কেটিং করছি কিন্তু সেল খুব একটা ভালো আসছে না । কারণ আমি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছে না।

আপনার হয়তো একটা ইউটিউব চ্যানেল আছে। যেখানে অনেক অডিয়েন্স আছে আপনি অনেক মানুষের কাছে রিচ করতে পারেন। আমি আমার টি শার্ট টা নিয়ে আপনার কাছে গেলাম এবং আপনাকে বললাম যে আপনি আমার টি-শার্ট আপনার অডিয়েন্সের কাছে প্রমোট করেন

সেখানে সেল করে দেন এবং প্রতি সেল আমার প্রোডাক্টে যে প্রাইস আছে প্রাইসের ১০ শতাংশ ৫ শতাংশ যেকোনো একটা এমন বললাম আমি যে কত পার্সেন্টেজ আপনি কমিশন হিসেবে পাবেন। প্রতিটা সেল পরিমাণে পার্সেন্টেজ পাবেন এই হচ্ছে মোটামুটি অ্যাফিলিয়েট মার্কেটিং।

আমি কোম্পানি হিসেবে আমার প্রোডাক্ট মার্কেটিং করছে ।আপনার সাথে আপনি আমার প্রোডাক্টে আমার টি শার্ট এই আপনার অডিয়েন্সের কাছে প্রমোট করছেন তারা যদি কেনে তাহলে এই প্রাইস থেকে একটা পার্সেন্টেজ আপনি পাচ্ছেন খুবই সিম্পল একটা ব্যাপার এটি হচ্ছে আফিলিয়েট মারকেটিং।

যে আপনি একচুয়ালি কেন করবেন বাংলাদেশে যারা ইউটিউবার আছে তাদের এক নাম্বার ইনকাম সোর্স গুগল এডসেন্সে বাকিগুলা । যদি বিদেশে ইউটিউব চ্যানেল খোলার জন্য দেশের অ্যামাজনের সার্ভিস আছে সেগুলো কি যদি আপনারা দেখেন তাহলে খেয়াল করবেন যে ওদের ইনকামের সোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং অথবা স্পনসর্শিপ ।

গুগল এডসেন্স একদম শুরুতে আসে গুগল এডসেন্সের ইনকাম। অনেক কম এটা যারা ইউটিউবিং করে তারা হয়তো জানেন যারা করেন তারা ভাবেন যে, ইউটিউবে গুগল এডসেন্স মিলিয়ন বিলিয়ন টাকা দেয়।

ইনকাম সোর্স গুগল এডসেন্স থেকে বের করে এনে স্পনসর্শিপ কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং এর দিকে ফোকাস করা। তাহলে কি হবে আমাদের কনটেন্টের কোয়ালিটিও বেটার হবে

ধন্যবাদ

আরও পড়ুন:অ্যাফিলিয়েট মার্কেটিং কি-What is affiliate marketing

BloginfoBD

আমি মোঃ সজিব মিয়া । কাজ করছি Bloginfobd, FST Bazar, FST IT , FST Telecom ওয়েবসাইটে ।


1 thought on “অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়-Affiliate Marketing”

Leave a Comment

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.