ইসলামে খাবারের তালাশ করাকে মহান আল্লাহ তা’আলা ইবাদত হিসেবে গন্য করেছেন।
মহান আল্লাহও বলেন, “হে মানুষ! পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র আছে তা থেকে খাও।”
(সূরা আল-বাকারা ২:১৬৮)
অর্থাৎ মহান আল্লাহ স্বয়ং কোরআনে কারীমে বান্দাকে হালাল ও পবিত্র খাবার অন্বেষণ করার জন্য তাগিদ দেন।
আমাদের দৈন্দিন জীবনের ব্যস্ততাকে ঘিরে থাকার প্রধান কারণই হয়ত খাবার। রিজিকের সন্ধানে আমরা আমাদের সময়গুলো সবচেয়ে বেশি ব্যয় করি অথচ দিনশেষে অনেকেই খাবারের প্রস্তুতি না থাকার কারণে অথবা বাহিরে থাকার কারণে খাবার খেতে পারি না বা ইচ্ছে করে না। ঠিক আপনাদের জন্যই আমাদের এ পথে হাঁটা।
আমরা আপনার রিজিককে পৌঁছে দিতে নিয়ে এসেছি FST HOME KITCHEN। আমাদের রয়েছে বাংলা, চাইনিজ, ইন্ডিয়ান সহ বিভিন্ন সুস্বাদু খাবারের এক বিশাল তালিকা। আপনি যেখানেই থাকুন; আপনার অর্ডার করা পছন্দের খাবারটি মুহুর্তের মাঝেই পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
ঘরোয়াভাবে যত্ন সহকারে খাবারের এক বিশাল মেনু FST HOME KITHEN তৈরি করে থাকে আপনার জন্য।
খাবারে ইচ্ছে কখনো শেষ হয়না। আপনি হাঁটছেন, হঠাৎ আমাদের মনে ছটফট করতে শুরু করল।
কিছু একটা খেতে ইচ্ছা করছে! কি খাবেন? মনে আসলো, একটা মায়ের হাতে রান্না করা চিংড়ির ভূনা। এখন চিংড়ির ভূনা কোথায় পাবেন?
ঠিক এই নিশ্চিয়তাটাই আপনাকে আমরা দিতে চাই। আপনার মনের ভেতর সময়ে অসময়ে মেতে উঠা খাবারের সমাহার আমরা তৈরি করছি আপনার জন্য। যখন-যেখানেই আপনার যা খেতেই ইচ্ছে করুন সে সব খাবারের সমাহার যেনো মুহুর্তের মাঝেই আপনার মাঝে পৌছে দিতে পারে সে জন্যই FST HOME KITCHEN এর পথ চলা।
পরিচ্ছন্ন,স্বাস্থকর ঘরোয়া খাবারের জন্য আমাদের সাথে কথা বলুন।কারণ আমরা দিচ্ছি ২৪ ঘন্টা ফুড ডেলিভারি। যখন যেখানেই আপনার রিজিকের অন্বেষণ থাকবে তখন ঠিক সেখানেই FST HOME KITCHEN পৌছে যাবে আপনার কাছে।