হ্যালো বন্ধুরা, আজকের পোষ্টে দেখাবো কিভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল পে করবেন। বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এই যে দেখুন পে বিল পে বিলের এখানে ক্লিক করুন।
এরপরে এখানে দেখুন বিদ্যুৎ গ্যাস, পানি, ইন্টারনেট বিল এখান থেকে দেয়া যাবে। এখানে এসে বিদ্যুৎ এর উপরে ক্লিক করুন। এরপর নিচে দেখুন পল্লীবিদ্যুৎ প্রিপেড ও পোষ্টপেইড এ দুটির মধ্যে আমি একটি বিল দিব সেটি হচ্ছে পোষ্টপেইড।
প্রিপেড বিল হচ্ছে আপনি বিদ্যুৎ খরচ হওয়ার আগে যে বিল পেমেন্ট করা হয় সেটি হচ্ছে প্রিপেড। আর যেটি হচ্ছে বিদ্যুৎ খরচ হওয়ার পরে যে বিলটা আমরা দেই সেটি হচ্ছে পোষ্টপেইড।
আজকে দেখাব কিভাবে এই পোস্ট পেইড মিটার বিল কিভাবে পেমেন্ট করবেন। পল্লী বিদ্যুৎ পোষ্টপেইড এখানে ক্লিক করলাম ।
এখানে দিতে হবে এই যে দেখুন বিল সময়সীমা এখানে আছে মাস অর্থাৎ কোন মাসের বিল টা আপনি দিবেন। সেই মাস সেখানে সিলেক্ট করতে হবে।
তবে জুন এর ডানপাশে আরো বাটন এখানে ক্লিক করুন এখানে মাস সিলেক্ট করুন। বারোমাস দেয়া থাকবে এখান থেকে যে মাসের বিল সেটি আপনি এখানে সিলেক্ট করুন।
এরপর আছে এসএমএস বিল নাম্বার বিলের কাগজে দেয়া থাকবে। এই নম্বরটি এই নম্বরটি আমি দেখিয়ে দিচ্ছি যে কোথায় পাবেন।
এজন্য আপনার এই যে বিলের কাগজ এ যান এবং দেখুন এই যে মাঝখানে দেয়া আছে এসএমএস বিল নাম্বার আরেকটি আছে এসএমএস হিসাব নম্বর তো আপনাকে দিতে হবে এসএমএস হিসাব নম্বর।
এরপরে এই অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিয়ে এসএমএস অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিন এই ডানপাশে দেখুন পে বিল করতে এগিয়ে যান এর ডানপাশে আছে এরো এই এরো এখানে একটা ক্লিক করুন।
এখানে বিল সময়সীমা এটি সিলেক্ট করা হয়ে গেছে । আমার এসএমএস অ্যাকাউন্ট নাম্বার এখানে দেওয়া আছে। বিলটি আনপেড অর্থাৎ পেইড হয়নি ২৮৩ টাকা
দেখুন বিল উঠছে ২৮৩ টাকা আমাকে দিয়ে চলে আসছে । আপনার যে বিল সেটি অটোমেটিকলি এখানে চলে আসবে।
এরপরে এখানে আপনার এই যে পিন নম্বরটি অর্থাৎ বিকাশের পিন নম্বরটি আছে সেই পিন নম্বরটি আপনি এখানে বসিয়ে দিবেন। এরপর ডান পাশে আরও এখানে ক্লিক করুন এবার আপনার বিল তারপরে পল্লীবিদ্যুৎ পোষ্টপেইড এগুলো চলে আসবে সর্বমোট কত টাকায় চলে আসবে এখানে কোন চার্জ প্রযোজ্য নয়।
অ্যাকাউন্ট নম্বর এখানে চলে আসছে নিচে দেখুন পে বিল করতে টেপ করে ধরে রাখুন। এর উপর একটি পাখির চেনো এখানে চেপে ধরুন। আমার একটি মেসেজ চলে আসছে আমার এবং এখানে উপরে দেয়া আছে আপনার পে বিল সফল হয়েছে।
হোমে চলে যাবেন এবং পে বিলে আবারো ক্লিক করবেন। তবে পে বিলে এটি আপনার পেইড হয়েছে সেই বিলের রশিদ গুলো এখানে দেয়া থাকবে। তা দেখুন আমার এই যে রসিদ চলে আসবে পল্লী বিদ্যুৎ পোষ্টপেইড ।
পেমেন্ট রিসিপট দেখুন ২৮৩ টাকার নিচে দেয়া আছে দেখুন তো আমার পেট হয়ে গেছে আপনি চাইলে এই ভাবেই বিকাশ অ্যাপ দিয়ে প্রিপেইড বিদ্যুৎ বিল এখান থেকে পেমেন্ট করতে পারবেন।
আশা করি সবাই বুঝে গেছেন যে কিভাবে বিদ্যুৎ বিল দিবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন ধন্যবাদ।
অনেক সুন্দর এবং তথ্যবহুল পোস্ট