...

ইসলামী আইন ও যুদ্ধের নিয়ম

80 views

ইসলামী আইন ও যুদ্ধের নিয়ম মানবতার সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ হলো যুদ্ধবিগ্রহ । যুদ্ধ মানেই বিভীষিকা, মৃত্যু, ধ্বংস ও অশান্তি । ইসলামে প্রাথমিকভাবে সব যুদ্ধ- বিগ্রহ হারাম ।

ইসলামী আইন ও যুদ্ধের নিয়ম

প্রয়োজনসাপেক্ষে ইসলাম যুদ্ধ করার অনুমতি দিয়েছে কিছু শর্তারোপ করে । যা বিদ্যমান থাকলে তবেই যুদ্ধ করা যাবে । প্রথমত, রাষ্ট্রের অস্তিত্ব ও রাষ্ট্র প্রধানের অনুমতি ।

রাষ্ট্র অস্তিত্ব ও রাষ্ট্র প্রধানের অনুমতি বা নির্দেশনার পরিপ্রেক্ষিতে রসুল( স.) বলেন, রাষ্ট্রপ্রধান হলো ঢাল, যাকে সামনে রেখে যুদ্ধ পরিচালিত হবে ( বুখারি-২/৫৫৩)

দ্বিতীয়ত, রাষ্ট্র অনিরাপদ বা হুমকির সম্মুখীন হলে । অর্থাৎ শত্রুপক্ষ আক্রমণ করবে বা রাষ্ট্রের সার্বভৌমত্ব ও নাগরিক নিরাপত্তা হুমকির সম্মুখীন হলে আত্মরক্ষামূলক যুদ্ধনীতির অনুমোদন দেয় ইসলাম ।

পবিত্র কোরআনে আল্লাহ বলেন, যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে, যারা আক্রান্ত হয়েছে । কারণ, তাদের প্রতি অত্যাচার করা হয়েছে । ( সুরা হজ্জ- ৩৯)

তৃতীয়ত, সন্ধি ও শান্তির সুযোগ গ্রহণ । যে কোনো ধরনের যুদ্ধই ধ্বংস ও অশান্তি সৃষ্টির পথ ।

মানবজাতিকে যাতে ধ্বংস ও সংকটময় পরিস্থিতিতে পড়তে না হয়, সেই জন্য ইসলাম যুদ্ধপূর্বে সন্ধি বা শান্তিচুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছে ও নির্দেশনা দিয়েছে ।

কোরআনে আল্লাহ বলেন, তারা যদি সন্ধির প্রতি ঝুঁকে পড়ে, তবে তুমিও তাদের প্রতি ঝুঁকে পড়ো । আর আল্লাহর ওপর নির্ভর কর । নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী ( আনফাল- ৬১)

পবিত্র কোরআন ও হাদিসে হুদাইবিয়ার সন্ধির ঘটনা পর্যালোচনা করলে দেখা যায়, রাষ্ট্রের স্বার্থসংরক্ষণ, দাওয়াতের প্রসার ও দিনের বিজয়ে সন্ধির অবদান ছিল অনেক বেশি ।

যদিও বাহ্যিক বিচারে সন্ধি ছিল একটু অপমানজনক ও শত্রু পক্ষকে ছাড় দেওয়া কিন্তু এর ফলাফল ছিল সুদূরপ্রসারী ।

ইসলামে কোনো যুদ্ধ, জিহাদ বা অভিযানকে ফাতহুম মুবিন বা সুস্পষ্ট বিজয় বলা হয়নি । কিন্তু সন্ধি চুক্তিকে সুস্পষ্ট বিজয় বলে পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে ।

চতুর্থত, যোদ্ধাদের লক্ষ্যবস্তুতে আঘাত করা । অর্থাৎ যদি যুদ্ধ করা ছাড়া বিকল্প কোনো পথ না থাকে তাহলে যুদ্ধের ময়দানে যোদ্ধাদের সঙ্গেই- বা যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করতে সামনে আসে তাদের সঙ্গেই যুদ্ধ করতে হবে ।

আল্লাহ বলেন, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের সঙ্গে যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করছে । কিন্তু সীমা লঙ্ঘন করো না । আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না ( সুরা বাকারা- ১৯০) । এখানেও ইসলাম ন্যায়সঙ্গত যুদ্ধ করার কথা বলে ।

জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণের নিমিত্তে মাতৃভূমিকে বহিঃশত্রু ও অভ্যন্তরীণ শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য জানমাল ও জ্ঞানবুদ্ধি দ্বারা যে সংগ্রাম করা হয় সেটাই ন্যায়সঙ্গত যুদ্ধ ।

আল্লাহ তায়ালা বলেন, তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো, যতক্ষণ না ফিতনা দূর হয়( সুরা বাকারা- ১৯৩)

ইসলামী আইনের উৎস কি?

ইসলামী আইনের প্রাথমিক উৎস হল পবিত্র গ্রন্থ কোরান; নবী মুহাম্মদের শিক্ষা ও অনুশীলন, সুন্নাহ; এবং তৎকালীন খলিফা ও সামরিক কমান্ডারদের সামরিক আচরণ।

ইসলামী আইন ও যুদ্ধের নিয়ম

যুদ্ধক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে সাধারণ নাগরিক, নারী, শিশু ও বৃদ্ধরা আঘাত প্রাপ্ত না হয় ।

হাদিসে বলা হয়েছে,

✔ যুদ্ধে তোমরা প্রতারণা বা ধোঁকার আশ্রয় নেবে না।

✔চুক্তিভঙ্গ করবে না।

✔কোনো মানুষ বা প্রাণীর মৃতদেহ বিকৃত করবে না বা অসম্মান করবে না ।

✔কোনো শিশু- কিশোরকে হত্যা করবে না।

✔কোনো মহিলাকে হত্যা করবে না।

✔কোনো গির্জাবাসী, সন্ন্যাসী বা ধর্মযাজককে হত্যা করবে না।

✔কোনো বৃদ্ধকে হত্যা করবে না।

✔কোনো অসুস্থ মানুষকে হত্যা করবে না।

✔কোনো বাড়িঘর ধ্বংস করবে না।

✔খাদ্যের প্রয়োজন ছাড়া গরু, উট বা কোনো প্রাণী বধ করবে না।

✔যুদ্ধের প্রয়োজন ছাড়া কোনো গাছ কাটবে না ।

তোমরা দয়া ও কল্যাণ করবে, কারণ আল্লাহ দয়াকারী- কল্যাণকারীদেরকে ভালোবাসেন( আসসুনানুল কুবরা-৯/৯০) ।

ইসলাম সব ধরনের সামরিক আগ্রাসন, নাগরিকদের ওপর বোমা নিক্ষেপ, চরমপন্থা, গণহত্যার বিরোধী ।

ইসলাম প্রয়োজনসাপেক্ষ যেমন ন্যায়সংগত যুদ্ধের স্বীকৃতি দিয়েছে, তেমনি শান্তিচুক্তি বা সন্ধির বিধানের প্রতি গুরুত্বারোপ করে উত্সাহিত করা হয়েছে । যাতে যুদ্ধ নামক বিভীষিকাময় কাঁটায় মানুষ ক্ষতবিক্ষত না হয় ।

 ইসলামি পণ্ডিতদের মতে, ইসলামের যুদ্ধনীতির গুরুত্বপূর্ণ দিক হলো

✔ নারী, শিশু, অযোদ্ধা, বয়োবৃদ্ধ, শ্রমিক, প্রতিবন্ধীর ওপর আক্রমণ করা যাবে না,

✔ মৃত যোদ্ধার লাশের প্রতি অসম্মান প্রদর্শন করা যাবে না,

✔ আত্মসমপর্ণকারীদের প্রতি দয়াশীল হতে হবে,

✔ যুদ্ধবন্দিদের সঙ্গে সদাচরণ করতে হবে,

✔ প্রয়োজন ছাড়া বৃক্ষ কর্তন করা যাবে না,

✔ পশুপাখি হত্যা করা যাবে না,

✔ ঘরবাড়ি ধ্বংস করা যাবে না ইত্যাদি ।

মোট কথা, ইসলামে সামরিক যুদ্ধনীতি আক্রমণাত্মক নয়, বরং আত্মরক্ষামূলক । বর্তমান সময়ে বিভিন্ন দেশে যে যুদ্ধ হচ্ছে তার প্রায় সবগুলোই আক্রমণাত্মক যুদ্ধ ।

সামরিক শক্তিশালী রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ ও আধিপত্য বিস্তারে আগ্রাসী যুদ্ধ অভিযান পরিচালনা করছে ।

পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে আক্রান্ত রাষ্ট্রকে কোণঠাসা করে ফেলছে । এতে সাধারণ নাগরিকদের জীবন বিষণ্ণ হয়ে উঠছে, যা বড় ধরনের মানব অপরাধ ।

ইসলাম এমন সব কার্যক্রমকে কঠোরভাবে নিষেধ করে । যুদ্ধ যেমন জাতি গোষ্ঠীর অস্তিত্বকে নিশ্চিহ্ন করে, তেমনি প্রাকৃতিক সম্পদ বিনষ্ট করে এবং পৃথিবীর অন্য ভূখণ্ডে বসবাসরত মানুষের জীবনকেও সংকটময় করে তুলে ।

তাই সব রাষ্ট্রকে এসব জঘন্যতম মানব অপরাধ থেকে বিরত থাকা উচিত ।

খাদিজা রাঃ এর জীবনী । Hazrat Khadija RA

BloginfoBD

আমি মোঃ সজিব মিয়া । কাজ করছি Bloginfobd, FST Bazar, FST IT , FST Telecom ওয়েবসাইটে ।


Leave a Comment

CHAT
Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.