...

কীভাবে দারাজ অনলাইন শপিং করতে হয়

277 views
277 views

দারাজ অনলাইন শপিং এই শব্দটি বাংলাদেশের মানুষের কাছে খুবই পরিচিত একটি শব্দ। দারাজ একটি অনলাইন শপিং সাইট।

যেখান থেকে আপনি সহজে যেকোনো কিছু ক্রয় এবং আপনি বিক্রেতা হিসেবে কোন কিছু বিক্রয় করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক কিভাবে আপনি দারাজ থেকে শপিং করবেন।

দারাজ অনলাইন শপিং

বর্তমানে আমাদের বাংলাদেশ অনেক ধরনের ই-কমার্স ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি সহজেই বাড়িতে বসে থাকে অনলাইনে পণ্য অর্ডার করতে পারবেন।

যেটি আপনি বাড়িতে বসে থেকে তা গ্রহণ করতে পারবেন তারমধ্যে দারাজ অন্যতম একটি ওয়েবসাইট। অনেকে হয়তো এই বিষয়টা পরিপূর্ণভাবে জানেনা।

ব্লগইনফো বিডি নতুন একটি পোস্টে আপনাকে স্বাগতম। উপরের লেখা থেকে হয়তো বুঝে গেছেন আজকের বিষয় কি।

আজকের পোস্টে আলোচনা করা হবে কিভাবে আপনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ই-কমার্স সাইট daraz থেকে অনলাইন কেনাকাটা করবেন।

অনেকে আছে যারা অনলাইন থেকে কেনাকাটার জন্য আগ্রহী তাদের জন্যই আজকের এই পোস্ট।

দারাজ অনলাইন শপিং( daraz online shopping)

দারাজ থেকে কোন কিছু কেনার জন্য আপনাকে প্রথমে আপনি গুগলে জান এবং সার্চ বার থেকে আপনি দারাজ ডট কম লিখে সার্চ করুন।

সাথে সাথে সার্চের রেজাল্ট তাদের অফিসিয়াল ওয়েবসাইট প্রদর্শিত হবে যেখানে আপনি প্রবেশ করার মাধ্যমে তাদের যে পণ্যগুলো আছে তা আপনি সহজেই দেখতে পারবেন।

আপনার কোন পণ্য ক্রয় করার জন্য দারাজ ওয়েবসাইটে আপনাকে কে নিবন্ধিত হতে হবে। কারণ নিবন্ধন ছাড়া দারাজ আপনাকে একটি গ্রাহক ড্যাশবোর্ড দিতে পারবে না।

তাই আপনাকে প্রথমেই তাদের সাইটে নিবন্ধন করতে হবে। নিবন্ধন করতে আপনার নাম, ইমেইল, পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার জানতে চাইবে। এসব প্রদানের মাধ্যমে আপনি তাদের ওয়েবসাইটে নিবন্ধিত হবেন।

নিবন্ধন হওয়ার সাথে সাথে আপনি তাদের একজন গ্রাহক হিসেবে রূপান্তরিত হবে এবং আপনার একক একটি ড্যাশবোর্ড পাবেন।

যেটির মাধ্যমে আপনার পছন্দের যে কোন পণ্য লিস্টিং এবং অর্ডার করতে পারবেন এবং যে পণ্য অর্ডার করেছেন।

তা কতদিন বা কত সময় পরে আপনি পাবেন সে বিষয়ে ট্রাকিং লিনক এর মাধ্যমে আপনি ট্র্যাক করতে পারবেন।

আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো পণ্য দারাজে রয়েছে। তাই আপনি তাদের নতুন পণ্য গুলো দেখার মাধ্যমে আপনি আপনার চাহিদা অনুযায়ী।

যেকোনো পণ্য সেখান থেকে ক্রয় করতে পারবেন একদম সহজ উপায়। এছাড়াও দারাজ থেকে কোন পণ্য ক্রয় করার জন্য আপনাকে কোন ডলারের প্রয়োজন নেই।

বরং আপনি আপনার টাকা দিয়ে তাদের পেমেন্ট করতে পারবেন।

দারাজ অ্যাপ (daraz app)

দারাজ তাদের ওয়েবসাইট এর পাশাপাশি তাদের daraz app পাবলিশ করেছে যেটির মাধ্যমে আপনি আপনার হাতে থাকায় স্মার্টফোন ব্যবহার করে ঘরে বসে সহজেই যেকোনো পণ্য অর্ডার করতে পারবেন।

এছাড়াও তাদের অ্যাপ প্লে স্টোর আছে আপনি ইচ্ছা করলে গুগোল প্লে স্টোর থেকে দারাজ অ্যাপ টি ডাউনলোড করতে পারেন।

তাহলে দেরি না করে সহজেই আপনি অ্যাপসটি ডাউনলোড করে অনলাইনে কেনাকাটার জন্য প্রস্তুতি শুরু করুন।

দারাজ অফার (daraz offer)

যারা যেহেতু একটি ই-কমার্স ওয়েবসাইট তাই তাদের অনেক ধরনের অফার দিয়ে থাকে । এর মাধ্যমে গ্রাহকরা কোন পণ্য কেনার প্রতি আরো বেশি আকর্ষণ অনুভব করে।

দারাজ থেকে বিভিন্ন ধরনের অফার পাওয়ার জন্য আপনি বাংলাদেশের যে ইন্টারনেট ব্যাংকিং রয়েছে যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদি।

অ্যাপস গুলো বিভিন্ন অফার দিয়ে থাকেন দারাজ থেকে অনলাইনে কেনাকাটার জন্য।

দারাজ কিভাবে ব্যবসা করে

দারাজ যেভাবে ব্যবসা করে সেই সম্পর্কেও বুঝতে হলে আপনাকে কমার্স ওয়েবসাইট সম্পর্কে ধারণা থাকতে হবে কেননা দারাজ যেহেতু একটি ই-কমার্স প্রতিষ্ঠান ।

তাই একটি ই-কমার্স ওয়েবসাইট কিভাবে তাদের ব্যবসা পরিচালনা করে তার ধারণার মাধ্যমে আপনি দারাজের ব্যবসার ধারণা পেয়ে যাবেন।

ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সাধারণত তাদের কিছু পণ্য নিয়ে ব্যবসা আরম্ভ করে পরবর্তীতে বিভিন্ন বিক্রেতার সাথে চুক্তিবদ্ধ হয়ে তাদের পণ্য বিক্রয় করার মাধ্যমে তাদের কিছু কমিশন অর্জন করে।

দারাজ ফ্রী ডেলিভারি (daraz free delivary)

অনেক সময় দারাজ তাদের বিভিন্ন অফার প্রমোশন করার জন্য ফ্রী ডেলিভারি দিয়ে থাকে । যেটির মাধ্যমে যেকোনো পণ্য গ্রাহককে ক্রয় করার সময় কোন রকম ডিলিভারী চার্জ দিতে হয় না।

বরং যে পণ্যটি ক্রয় করছে শুধু ওই পণ্যটি ক্রয় মূল্য ই তাকে পরিশোধ করতে হয়। তাই আপনি যদি দারাজ ফ্রি ডেলিভারি কোন অফার থাকে ।

তাহলে তাদের অফিসিয়াল ফেসবুক সাইট থেকে আপনি সহজেই জেনে নিতে পারবেন এবং সে অনুযায়ী আপনার পণ্যটি অর্ডার দিতে পারবেন।

দারাজ অনলাইন শপিং সর্বশেষ

দারাজ অনলাইন শপিং পোষ্ট টি সম্পর্কে কোন কিছু জানার থাকলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং যেকোনো সম্পর্কে জানতে ব্লগইনফো বিডি সাথেই থাকুন।

কম্পিউটার হ্যাং হলে করণীয়

BloginfoBD

আমি মোঃ সজিব মিয়া । কাজ করছি Bloginfobd, FST Bazar, FST IT , FST Telecom ওয়েবসাইটে ।


Leave a Comment

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.