...

পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয়

99 views

অনেকে পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় সম্পর্কে জানার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করে থাকে ।

প্রথমে আপনাকে পুরাতন ল্যাপটপ কেনার জন্য যে যে বিষয় সম্পর্কে নজর দিতে হবে।তা এই পোস্টে বিস্তারিতভাবে আলোচনা করা হবে।

পুরাতন ল্যাপটপ কেনার জন্য আপনাকে প্রথমেই যে বিষয়টি নিয়ে চিন্তা করতে হবে তা হল।আপনি এই ল্যাপটপ ব্যবহার করার জন্য আপনার জন্য উপযোগী কিনা।

ল্যাপটপ কি

ল্যাপটপ হল একটি ইলেকট্রনিক ডিভাইস । এই ল্যাপটপের মাধ্যমে আপনি নিজের ব্যক্তিগত কাজ করার পাশাপাশি অফিসিয়াল বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন।

এর মাধ্যমে আপনার কাজগুলো সহজেই সংরক্ষিত থাকবে এবং আপনার চাহিদা অনুযায়ী যেকোনো সময় আপনার তথ্য সহজেই পেতে পারেন।

ল্যাপটপের মাধ্যমে বর্তমানে বিভিন্ন ধরনের কাজ করা হয় যেমন এর মাধ্যমে আপনি সহজ ইন্টারনেট ব্যবহার করতে পারেন এবং বিভিন্ন লেখালেখির কাজ করতে পারেন।

তাই এই গুরুত্বপূর্ণ একটি যন্ত্র কেনার আগে অবশ্যই আপনাকে এর ভালো দিকগুলো বেঁচে নেই ক্রয় করতে হবে।

পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় ।

আপনার বাজেটের মধ্যে যদি একটি পুরাতন ল্যাপটপ পেয়ে যান তাহলে প্রথমে আপনি যে বিষয়টির উপর নজর দিবেন সেটি হল এর স্ক্রিন।

স্ক্রিন (Screen)

স্ক্রিন: ল্যাপটপের স্ক্রীন হল ওই ল্যাপটপের একটি আয়না যেটির মাধ্যমে আপনি সব সময় আপনার যে কোন কাজ করার ক্ষেত্রে এর উপর লক্ষ্য রাখবেন।

তাই আপনাকে পুরাতন ল্যাপটপ কেনার আগে প্রথমেই এর স্ক্রিন ভালোভাবে লক্ষ করতে হবে যেন স্ক্রিনে কোন সমস্যা না থাকে।

তাই প্রথমে আপনাকে ওই ল্যাপটপের স্ক্রীন ঠিক আছে কিনা সেটি দেখে নিতে হবে।

কিবোর্ড(Keyboard)

কিবোর্ড: আপনি যদি ল্যাপটপ ব্যবহার করতে চান বা পরিচালনা করতে চান তাহলে কি বোর্ডের গুরুত্ব অপরিহার্য।

অনেক ল্যাপটপের কিবোর্ড গুলোতে চাপ দিলে এক বাটনে চাপ দিলেই অন্য বাটন কাজ করা শুরু করে।

তাই আপনাকে অবশ্যই কিবোর্ড এর পাশাপাশি ল্যাপটপটির কাসপেট ঠিকভাবে কাজ করছে কিনা তা দেখে নিতে হবে।

ব্যাটারি (Battery)

ব্যাটারি: ল্যাপটপের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হল এর ব্যাটারি । ব্যাটারির মাধ্যমে ল্যাপটপটি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও এটি সংক্রিয় ভাবে চলতে থাকে।

যারা ল্যাপটপ পছন্দ করেন তারা অধিকাংশই ল্যাপটপটি বিভিন্ন জায়গায় নেওয়ার মাধ্যমে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে তাই আপনাকে এই ল্যাপটপের ব্যাটারি ব্যাকআপ দেখে নিতে হবে।

যেটি কতক্ষণ পর্যন্ত বেকাপ দিয়ে থাকে। পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয়

প্রসেসর(Processor)

প্রসেসর: ল্যাপটপ এর প্রাণ হলো প্রসেসর। কারণ প্রসেসর যদি ঠিক মত কাজ না করে তাহলে নি কোনো কাজেই ভালো করে করতে পারবেন না।

তাই আপনার পুরাতন ল্যাপটপ এ কি প্রসেসর ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে ল্যাপটপ এর সেটিং থেকে দেখে নিন।

টেম্পারেচার (Temperture)

টেম্পারেচার: আপনি কোন ল্যাপটপটি কিনতে চান তাহলে আপনাকে এটি প্রথমেই চালিয়ে নিতে হবে তাই আপনি যখন ল্যাপটপটি চালাবেন এটা কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।

সেদিকে একটু খেয়াল করুন। কারণ ল্যাপটপটি যদি চলতে থাকে তা যদি গরম হয়ে যায় তাহলে তা ব্যবহার করাটা খুবই বিরক্তিকর হবে।

তাই আপনি এর ব্যাটারি কতটুকু গরম হয়েছে সেদিকে একটু খেয়াল রাখুন।

এছাড়াও আপনি ল্যাপটপের ব্লুটুথ, ওয়েবক্যাম, ওয়াইফাই, স্পিকার এগুলো ঠিক আছে কিনা তা ঠিকমতো চেক করে আপনি আপনার পুরাতন ল্যাপটপ কিনতে পারেন।

এছাড়াও ল্যাপটপটি কোন ব্রান্ডের সে বিষয়টিও আপনি নজর দিতে পারেন। পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয়

পুরাতন ল্যাপটপ মার্কেট (Old laptop market)

বর্তমানে পুরাতন ল্যাপটপ যেমন একজন ব্যবহারকারীর কাছ থেকেও কিনতে পারেন ।

আবার অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন ধরনের পুরাতন ল্যাপটপ বিক্রয় প্রতিষ্ঠান গড়ে উঠেছে অসংখ্য।

তাই আপনাকে পুরাতন ল্যাপটপ কেনার জন্য মার্কেটের পাশাপাশি আপনি কোন দোকানে যাবেন সে সম্পর্কে আগেই আপনার আশপাশের লোকদেরকে জেনে নিন।

যদি ওই দোকানদার পুরাতন ল্যাপটপ এর মধ্যেই ভালো কোন সেবা প্রদান করে থাকে তাহলে আপনার ল্যাপটপ কেনা উচিত বলে আমি মনে করি।

কারণ আপনি যদি কোন সার্ভিস ওয়ারেন্টি না পান তাহলে ল্যাপটপ কোন সমস্যা হলে আপনি নিজে নিজেই তা ঠিক করতে পারবেন না।

তাই আপনাকে আশেপাশে ভালো কয়েকটি পুরাতন ল্যাপটপ কেনার জন্য মার্কেট সম্পর্কে জানতে হবে।

বাংলাদেশের বিভিন্ন জায়গায় পুরাতন লেপটপ এর মার্কেট রয়েছে যেমন এলিফ্যান্ট রোড ঢাকা, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, মোহাম্মদপুর ইত্যাদি স্থানগুলোতে অনেক দোকান রয়েছে।

যেটির মাধ্যমে আপনি সশরীরে গিয়ে আপনার পছন্দের ব্রান্ডের পুরাতন ল্যাপটপ ক্রয় করতে পারেন।

পুরাতন ল্যাপটপ কোথায় পাওয়া যায়

পুরাতন ল্যাপটপ আপনি দুটি স্থান থেকে পেতে পারেন একটি হল আপনার আশেপাশের যে কোন ব্যক্তি তার ব্যবহৃত ল্যাপটপ বিক্রি করতে চায় এটি আপনি ক্রয় করতে পারেন।

অন্যটি হলো আপনার এলাকায় বিভিন্ন ধরনের মার্কেট বা আপনার শহরে অনেক দোকান রয়েছে যেখান থেকে আপনি পুরাতন ল্যাপটপ ক্রয় করতে পারেন।

পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় সর্বশেষ

আজ এই পর্যন্তই যদি পুরাতন ল্যাপটপ কেনার আগে করণীয় পোস্টটি ভাল লাগে তাহলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

ব্লগইনফো বিডি এর সাথে থাকুন। কোন কিছু জানার থাকলে কমেন্টে প্রশ্ন করুন। যত তাড়াতাড়ি সম্ভব এর উত্তর দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

কীভাবে দারাজ অনলাইন শপিং করতে হয়

কম্পিউটার হ্যাং হলে করণীয়

BloginfoBD

আমি মোঃ সজিব মিয়া । কাজ করছি Bloginfobd, FST Bazar, FST IT , FST Telecom ওয়েবসাইটে ।


Leave a Comment

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.