প্রফেশনালি বা শখের বসত ছবি তুলতে যা আপনি পছন্দ করেন এটা আমি কিন্তু সিওর। কিন্তু আপনি কি জানেন আপনার এই ছবিগুলো অনলাইনে বিক্রি করে ইনকাম করা সম্ভব। আজকের এই পোষ্টে আমি আপনাদেরকে জানাবো এমন তিনটা সাইট সম্পর্কে।
যে সাইটে আপনার ছবিগুলো আপলোড করে ইনকাম করতে পারবেন। তাই পুরো পোষ্টটি পড়ুন। অনলাইনের ফটো সেল করার জন্য অসংখ্য সাইট রয়েছে তবে আপনাদের সাথে যে তিনটা সাইট শেয়ার করব সেগুলো world-wide অনেকটাই পপুলার।
আরও পড়ুন: অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়-Affiliate Marketing
১. Istockphoto

প্রথমে আমরা কথা বলবো আইস্টক নামের সাইটটি নিয়ে।এই সাইটে ছবি আপলোড করে ইনকাম করার জন্য প্রথমে আপনাকে তিনটা ছবি এই সাইটে আপলোড করতে হবে। আপনার ছবির কোয়ালিটি যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এখানে একজন কন্ট্রিবিউটরি হিসাবে কাজ করতে পারবেন।
এখানে আইস্টক সম্পর্কে যেমনটা বলা হচ্ছে তাদের ১.৫ মিলিয়ন কাস্টমার রয়েছে। তারা ২০০ টি দেশের সাথে কাজ করে আসছে এবং তাদের এই সাইটে প্রায় দু’লাখ ট্যালেন্টেড কন্ট্রিবিউটর কাজ করছে তো বুঝতে পারছি না এখানে কম্পিটিশন ব্যাপার আছে। তবে যদি আপনার কাজের প্রতি আপনার কনফিডেন্স থাকে তাহলে এই কম্পিটিশন কোন ব্যাপার না।
আরও পড়ুন: ইউটিউব থেকে কিভাবে টাকা আয় করা যায়-৮ টি উপায়
আপনার প্রতি ছবি ডাউনলোড জন্য আপনি ১৫ পার্সেন্ট কমিশন পাবেন। স্পেশাল আমি সাজেস্ট করবে যারা ডিজাইন রিলেটেড ছবি তৈরি করে থাকেন। তারা এ সাইটটিতে কাজ করতে পারেন।
২.alamy

এবার কথা বলব আমরা এলামি আরও একটা সাইট নিয়ে। এই সাইটে যারা একদম বিগেনার তাদেরকে আমি সাইটে সাজেস্ট করব। এই সাইটটি কমিশনার তুলনায় অনেক বেশি দেখা যাচ্ছে আপনি ৪০ থেকে ৫০ পার্সেন্ট কমিশন পেয়ে যেতে পারেন প্রতি ছবি ডাউনলোডের জন্য।
এই ওয়েবসাইটটিতে অনেক বাংলাদেশ এবং ইন্ডিয়ানরা তাদের ফটোগুলো প্রোভাইড করে। অনেক করে নিচ্ছে এবং এই সাইটে আপনার ছবিগুলো অ্যাপ্রভাল পাওয়ারটা অনেকটাই সহজ হবে ।
৩. shutterstock

এবার কথা বলব শাটার স্টক নামের আরও একটা সাইট নিয়ে। এই সাইটে আপনি ফটো পাশাপাশি মিউজিক এবং ভিডিও ক্লিপ আপলোড করেও ইনকাম করতে পারবেন। স্টক ফটো যতগুলো সাইট রয়েছে তার মধ্যে তাদের অবস্থান অনেকটা শীর্ষে রয়েছে।
তাদের ডাটাবেজ অনুযায়ী জানা যাচ্ছে তাদের শাটারস্টক সাইটটিতে প্রায় ২০০ মিলিয়নের বেশি ছবি আছে এবং এটি কমিশনের এমনটা যদিও খুবই কম মাত্র ১৫ শতাংশ।
তবে আপনার কমিশন কম হলে দেখা যাবে এই সাইটে আপনার ছবিগুলো সেল হবে বেশি আপনার বুঝতে পারছেন প্রত্যেকটা সাইটে নিজস্ব ট্রামস কন্ডিশন রয়েছে সেগুলো আপনাকে ফুলফিল করে দেন আপনাকে সাইটে কাজ করতে হবে।
আরও পড়ুন: ফাইভারে কাজ পাওয়ার উপায়-Fiverr for new Freelancer
যদি আমাদের ছবির কোয়ালিটি ঠিকঠাক না থাকে তাহলে আমরা এখানে কাজ করতে পারব না ওদের ছবিগুলো অ্যাপ্রভাল পাবে না আপনি মোবাইল ডিএসএলআর যে ছবিগুলো তুলে না কেন আপনার ছবিতে যথেষ্ট কোয়ালিটি অবশ্যই থাকতে হবে।
আরো একটা ব্যাপার আপনি যে সাইটে কাজ করেন না কেন সে সম্পর্কে আপনাকে ভালো রিসার্চ করতে হবে । তারপর আপনাকে কাজ করতে হবে । আমি শুধুমাত্র এই পেষ্টে একটা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি।
ধন্যবাদ