...

বনি ইসরাইলের পাপিষ্ঠ এক যুবকের শিক্ষনীয় ঘটনা

152 views

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভাল আছেন। আজকে যে ঘটনাটি বলতে চলেছি সেটি বনি ইসরাইলের পাপিষ্ঠ এক যুবকের শিক্ষনীয় ঘটনা ।

যেটি হযরত মুসা আলাই সালাম এর জামানা ঘটেছিল। বনি ইসরাইলের একজন নাফরমান যুবক ছিল ।

সে এতটাই নাফরমান ছিল যে সেই কওমের লোকজনেরা সেই যুবকের উপর অতিষ্ঠ হয়ে তাকে শহর থেকে বিতাড়িত করে দেয় ।

যুবকটি তখন অসহায় হয়ে একটি জনমানবহীন এলাকায় আশ্রয় নেয় । দিনের পর দিন সেই যুবকের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ।

আহারের জন্য যারা সঙ্গে ছিল তা শেষ হয়ে যায়। ফলে সেই যুবকের অবস্থা এক সময় প্রায় শেষের দিকে।

এমতাবস্থায় সে আল্লাহকে স্মরণ করে বলল, হে আল্লাহ যে মাফ করে দেয় তার কিছু কমে যায় না। আর যে আজাব দেয় তার কিছু বেড়ে যায় না।

হে আল্লাহ আমাকে মাফ করে দিলে যদি তোমার কিছু কমে যায় অথবা আমাকে আজাব দিলে যদি তোমার কিছু.বৃদ্বি পায় তবে আমার আর কিছুই বলার নেই।

হে আমার রব সারা জীবন তোমার নাফরমানীতে কাটিয়েছি। আজ পর্যন্ত আমি কোন ভালো কাজ করিনি।

হে আমার রব আজ আমার কেউ নেই আজ তুমি ছাড়া আমার সাহায্য করার মতো কেউই নেই। আমার সব সম্পর্কই ভেঙ্গে গেছে ।

আজ আমার শরীর ভালো নেই তুমি আমাকে এভাবে একলা ফেলে দিও না। তুমি আমাকে মাফ করে দাও। হে আমার রব আমাকে তুমি মাফ করে দাও।

আমি শুনেছি তুমি আর রহমান এই অবস্থাতেই সে যুবক তখন মৃত্যুবরণ করল । তখন হযরত মুসা আলাই সালাম এর উপর একটি বাণী নাযিল হয় ।

আল্লাহ বলেন হে মূসা আমার এক বন্ধু জঙ্গলে মারা গেছে । তার গোসলের ব্যবস্থা করো তার জানাযা পড়ার সবাইকে জানিয়ে দাও যারা আজ তার জানাজায় শামিল হবে তাদের ক্ষমা প্রদান করা হবে।

এরপর হযরত মুসা আলাই সালাম ঘোষণা করে দেন তিনি বললেন আল্লাহ তালার কোন বন্ধু মারা গেছেন। তার জানাজায় সবাইকে শামিল হওয়ার জন্য আহ্বান করলেন।

তখন সেখানকার অধিবাসীরা সেই আল্লাহর বন্ধুকে দেখতে এবং জানা যায় শামিল হওয়ার জন্য দৌড়ে জঙ্গলের দিকে যায় । সেখানে পৌঁছে দেখে এটা তো সেই যুবক যাকে শহরবাসী শহর থেকে তাড়িয়ে দিয়েছিল।

তখন ওই লোকজন গুলো হযরত মুসা আলাই সালাম কে বলতে থাকি। হে মূসা আলাইহিস সালাম তিনি তো অনেক বড় গুনাহগার ব্যাক্তি ছিল।

আর আপনি বলছেন আল্লাহর বন্ধু তখন হযরত মুসা আলাই সাল্লাম আল্লাহর কে বললেন হে আল্লাহ এই ব্যাক্তি তো অনেক বড় গুনাহগার ব্যাক্তি ছিল ।

কিন্তু এই ব্যাক্তি এমনকি করেছে যে আপনার বন্ধু হয়ে গেছে। আল্লাহ তা’আলা বলেন, হে মূসা সে আসলেই গুনাহগার ব্যক্তি ছিল ।

যেরকমটা তোমরা বলছ কিন্তু আমি দেখেছি সে সবকিছু হারিয়ে কষ্ট পাচ্ছিল। তার কোন সংগী ছিলনা, তার ডাক শোনার মত কেউ ছিল না ।

এমনকি তার ডাকে সাড়া দেয়ার মত কোন মানুষ উপস্থিত ছিল না। এই ব্যাক্তি তখন আমাকে ডাকে হে মূসা তুমি বলো এমন অবস্থায় আমি কি তার ডাক না শুনে থাকতে পারতাম।

হে মূসা আমার সম্মানের কসম ওই লোক যদি তখন অন্য কারো জন্য দোয়া চাই তবে আমি সবাইকে মাফ করে দিতাম।

বন্ধুরা আল্লাহ বলেন হে বনী-আদম যদি তোমার গুনাহ আকাশের মেঘ মালার মতো বিপুল পরিমাণ হয়। তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমার সে গুনাহ মাফ করে দেব ।

সেজন্য আমি কোন পরোয়া করিনা। হে আদম সন্তান যদি তুমি পৃথিবী পরিমাণ বিশাল কোন গুনাহ নিয়ে আমার দিকে ফিরে আসো এবং আমার সাথে আর কাউকে শরিক না করো।

তাহলে আমিও তোমার প্রতি পৃথিবী পরিমাণ বিশাল ক্ষমা নিয়ে হাজির হব। বন্ধুরা আল্লাহতালার একটি গুণবাচক নাম হচ্ছে আর রহমান এর অর্থ পরম দাতা ও দয়ালু । আল্লাহ তালা দরজা সব সময় খোলা থাকে ।

বনি ইসরাইলের পাপিষ্ঠ এক যুবকের শিক্ষনীয় ঘটনা সর্বশেষ

শেষএই জন্যই বলা হয় যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে যতক্ষণ সুযোগ আছে আমাদের উচিত আল্লাহর কাছ থেকে আমাদের গুনাহ গুলোর জন্য মাফ চেয়ে নেওয়া।

আর এরপর কখনো গুনাহ না করার ওয়াদা করে নেওয়া। আল্লাহ তা’আলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন।

আরও পড়ুন: আবু বকর রাঃ এর জীবনী । Hazrat Abu Bakar Siddiq Ra

BloginfoBD

আমি মোঃ সজিব মিয়া । কাজ করছি Bloginfobd, FST Bazar, FST IT , FST Telecom ওয়েবসাইটে ।


Leave a Comment

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.