...

মাতৃত্বকালীন ভাতা কিভাবে পাওয়া যায়। অনলাইন আবেদন

83 views

অনেকে আছেন যারা মাতৃত্বকালীন ভাতা সম্পর্কে জানেন না । মাতৃত্বকালীন ভাতার জন্য কোন বিষয়গুলো জানতে হবে। এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হবে। তাহলে চলুন শুরু করা যাক।

মাতৃত্বকালীন ভাতা

পল্লী অঞ্চলে দরিদ্র গর্ভবতী মায়েদের অহসায়ত্বের কথা বিবেচনা করে তাদের দুঃখ দুর্দশা লাগব করার জন্য ২০০৭-০৮ অর্থ বছর হতে দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

মাতৃত্বকালীন ভাতা কত টাকা

একটি সুস্থ মা- ই পারে একটি সুস্থ সন্তানের জন্ম দিতে । আর একটি সুস্থ সমৃদ্ধ জাতি গঠনে সুস্থ স্বাভাবিক শিশু জন্মের বিকল্প নাই । সুস্থ স্বভাবিক শিশুর জন্ম নিশ্চিত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নানাবিধ কাজ করে যাচ্ছে ।

এখন দরিদ্র গর্ভবতী মা প্রথম ও দ্বিতীয়( সর্বোচ্চ দুজন) সন্তানের জন্য মাতৃত্বকালীন মাসিক ভাতা পান । এই কর্মসূচির আওতায় একজন মা ৩৬ মাস ৮০০ টাকা করে ভাতা পেয়ে থাকেন ।

মাতৃত্বকালীন ভাতা অনলাইন আবেদন ফরম

আপনি নির্ধারণ ফরম পূরণ পূর্বক গর্ভবতী ভাতার জন্য আবেদন করবেন অথবা ইউনিয়ন সেবা কেন্দ্র হতে এ আবেদন সম্পন্ন করা যাবে । ইউপিতে সমাজসেবা ডেক্স হতেও এ আবেদন অনলাইনে করা যাবে ।

মূলত জাল জালিয়াতি রোধে সরকার অনলাইন পোর্টালে আবেদনের মাধ্যমে এ ভাতার অর্থ মঞ্জুর, প্রেরণ ও পরিশোধ করে থাকে । দারিদ্রসীমার নিচের জনসাধারণ বা গর্ভবতীদের ও সন্তানের ভরণপোষক ও সেবার জন্যই মূলত এ ভাতা প্রদান করা হয়ে থাকে । অনলাইন সফটওয়্যারে এন্ট্রি করবে লিংক

মাতৃত্বকালীন ভাতা কিভাবে পাওয়া যায়

১ । ভাতাভােগীর বয়স ২০- ৩৫ বছরের মধ্যে হতে হবে ।
২ । প্রথম অথবা দ্বিতীয় গর্ভাবস্থা হতে হবে ।
৩ । আবেদন পত্রের সহিত ছবি ৩কপি, নাগরিকত্বের সনদ ও জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে ।
। উপজেলা স্বাস্থ্য অথবা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কর্তৃক গর্ভবতী/ প্রসুতি প্রত্যয়ন পত্র- ১ কপি ।
৫ । প্রত্যক উপকারভােগীর নিজ পছন্দের ও নিজ নামের ডিজিটাল অনলাইন ব্যাংক/ এজেন্ট ব্যাংক/ মােবাইল ব্যাংক হিসাব নম্বর ও মােবাইল নম্বর অবশ্যই থাকতে হবে ।

ধন্যবাদ

BloginfoBD

আমি মোঃ সজিব মিয়া । কাজ করছি Bloginfobd, FST Bazar, FST IT , FST Telecom ওয়েবসাইটে ।


Leave a Comment

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.