এই পোষ্টে আমরা দেখব যে টেলিমেডিসিন কাকে বলে? টেলিমেডিসিনে এই প্রক্রিয়া টা এসেছে তিনটা সমস্যা থেকে। দূরত্ব, সময় এবং অপ্রাপ্যতা সমস্যা। যখন আমরা চিকিৎসা সেবা গ্রহণ করতে চাই দেখা যায় যে আমাদের হাসপাতাল অনেক দূরে হয় ।
অনেক দূরে হওয়ার কারণে আমরা কি করতে পারি না রোগীদের নিয়ে দূরে যেতে পারি না।দুরত্ব একটা সমস্যা আবার সময়ের সমস্যা।রোগী অনেক ক্রিটিকাল অবস্থায় আছে তাকে নিয়ে যদি আমি দূরে কোন হাসপাতালে যেতে চাই।
আরও পড়ুন:মস্তিষ্ক ভালো রাখার উপায়-How To Increase Brain Power
তাহলে সময় বড় একটা সমস্যা হয়ে যায়। আবার ডাক্তার দেখা যায় অনেক সময় অপ্রাপ্য হয়। যে আমরা যদি প্রত্যন্ত অঞ্চলে থাকে কিংবা যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তারা কি করে দেখো তাদেরকে ডাক্তারের অনেক অপ্রাপ্যতা রয়েছে।
অর্থাৎ খুঁজে পাওয়া যায় না তাদের অঞ্চলে ডাক্তার। তাহলে দূরত্ব, সমস্যা , সময়ের স্বল্পতার সমস্যা এ সমস্যা গুলো মেটানোর জন্য এসেছে টেলিমেডিসিন । টেলিমেডিসিন তাহলে কি করে দূরত্ব সময় এবং ডাক্তারের অপ্রাপ্যতা সমস্যা থাকে তার সমাধান করবে।
টেলিমেডিসিন হচ্ছে এমন একটা সেবা যেটা আমি কিসের মাধ্যমে পেতে পারি বলতো অনলাইনের মাধ্যমে পেতে পারি। ফোনের মাধ্যমে পেতে পারি। ফোনে আমি কি করতে পারি ডাক্তারকে কল দিতে পারি এবং কল দেওয়ার মাধ্যমে আমি তার কাছ থেকে কি যেকোন ধরনের চিকিৎসা সেবা বা পরামর্শ নিতে পারি।
আরও পড়ুন:মেয়েদের লম্বা হওয়ার উপায়গুলো জেনে নিন
তাহলে আমি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিতে পারি কিসের মাধ্যমে কল করে । তাহলে ডাক্তার কে কল কর আমি ফোনের মাধ্যমে এখন তার কাছ থেকে পরামর্শ নিতে পারি। তাহলে আমার কি করতে হবে হাসপাতালে যেতে হলো না। আমার সময়টা বেঁচে গেল এবং রোগীকে সাথে সাথে একটা সেবা দিতে পারলাম।
তাহলে এটা হচ্ছে টেলিমেডিসিন একটা উদাহারন। তা ছাড়াও আমি কি করতে পারি বলতো অনলাইনে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন থাকে । এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজের হেলথ আমার শরীরের কি অবস্থা সেটা যাচাই করে নিতে পারি।
আবার ইন্টারনেটে কি করতে পারে বিভিন্ন ধরনের টেস্ট বা বিভিন্ন মেডিকেল টেস্ট আমি দিতে পারি এই সব কিছু আসলে টেলিমেডিসিনের অন্তর্গত তাহলে এই ভিডিওতে আমরা দেখে নিলাম যে টেলিমেডিসিন কাকে বলে?
ধন্যবাদ
Helpfull Content