ব্লগইনফো বিডি থেকে আয় করার বিভিন্ন উপায় আছে । আজকের পোষ্টে আলোচনা করব কিভাবে আপনি ব্লগইনফো বিডির রাইটার টিম জয়েন করে আয় করতে পারবেন।
প্রথমে ব্লগইনফো বিডি গুগল সার্চ করুন।
প্রথমে আপনি আপনার পছন্দের ব্রাউজার চালু করে নিচের ছবির মত মিলিয়ে নিন । তারপর গুগলে সার্চ করুন ।
Bloginfobd ওয়েবসাইটে ভিজিত করুন ।
তারপর এখানে একটি পপ আপ আসবে সেখান থেকে আপনি ডিসমিস বাটনে ক্লিক করুন । ক্লিক করা শেষ হয়ে গেলে এরকম একটি পেজ দেখা যাবে ।
তারপর আপনি মোবাইল ব্যাবহারকারি হলে উপরে এইরকম একটি পেজ দেখাবে । সেখানে আপনি ক্লিক করুন ।
রাইটার টিম জয়েন করুন
মেনু থেকে আপনি রাইটার টিম জয়েন করুন সেখান থেকে আপনি খুব সহজে আমাদের ওয়েবসাইট রাইটার হিসাবে জয়েন করতে পারবেন ।
রেজিষ্টার বাটনে ক্লিক
আপনি এখান থেকে রেজিষ্টার বাটনে ক্লিক করুন । ক্লিক করার পর এখানে আপনকে রেজিষ্টার মেম্বার হতে হবে ।
রেজিষ্ট্রাশন হন
আপনি এখান থেকে আপনার রেজিষ্টার বাটনে ক্লিক করে এখানে আপনার ইউজার নেম, ই মেইল, পাসওয়ার্ড, দিয়ে রেজিষ্টার বাটনে ক্লিক করুন ।
লগিন বাটনে ক্লিক করুন
রেজিষ্টার হয়ে গেলে এখান থেকে আপনি লগিন করলে এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পারবেন । এখান থেকে আপনার একটি ছবি প্রদান করুন ।
পোষ্ট করুন
তারপর এখান থেকে এড পোষ্ট বাটনে ক্লিক করুন ।
আটিকেল বাটনে ক্লিক করুন
এড পোষ্ট ক্লিক করার পর আপনি আর্টিকেল বাটনে ক্লিক করুন ।
পোষ্ট করার নিয়ম
এখান থেকে নিচের দেখানো ছবির মত করে কাজ করুন ।
মুল পোস্ট লিখুন
এখানে আপনি আপনার মুল্যবান পোষ্টটি দিয়ে দিন ।
পোষ্ট এর ফিচার ইমিজ যুক্ত করুন
আপনার পোষ্টে এর ফিচার ইমেজ যুক্ত করুন । এখানে আপনার ইচ্ছামত ছবি যুক্ত করুন ।
ক্যাটাগরি নির্বাচন করুন
সর্বশেষ আপনি একটি আপনার পোষ্টের ক্যাটাগরি নির্বাচন করে পোষ্টটি পাবলিশ করুন ।
ব্লগে বিভিন্ন বিষয়ে লেখা
বাংলা ব্লগে বিভিন্ন বিষয়ে লেখা হতে পারে। কিছু বিষয়বস্তু উল্লেখ করা হলো:
১। প্রযুক্তি ও সফটওয়্যার বিষয়ে বাংলা ব্লগ লেখা উচিত। উন্নয়নশীল প্রযুক্তি ও সফটওয়্যার নিয়ে লেখা বাংলা ব্লগ পাঠকদের সাথে আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানার সুযোগ দেয়।
২। সামাজিক কার্যক্রম ও স্বেচ্ছাসেবকতা বিষয়ে লেখা উচিত। সামাজিক কার্যক্রম ও স্বেচ্ছাসেবকতা নিয়ে লেখা বাংলা ব্লগ সামাজিক সমস্যার সমাধান নিয়ে লেখা হতে পারে।
৩। ক্যারিয়ার উন্নয়ন বিষয়ে লেখা উচিত। নতুন ক্যারিয়ার শুরু করতে চান তাদের জন্য ক্যারিয়ার উন্নয়ন নিয়ে লেখা বাংলা ব্লগ উপকারী।
৪। স্বাস্থ্য ও বিনোদন বিষয়ে লেখা উচিত। স্বাস্থ্য সম্পর্কিত বিষয় এবং বিনোদন নিয়ে লেখা বাংলা ব্লগ পাঠকদের জীবনের মাঝে একটি ছোঁয়া দেয়।
৫। পরিবেশ ও প্রকৃতি নিয়ে লেখা উচিত। পরিবেশ ও প্রকৃতি নিয়ে লেখা বাংলা ব্লগ সমৃদ্ধ প্রাকৃতিক সামগ্রী থেকে পাঠকদের জ্ঞান বৃদ্ধি করতে সুযোগ দেয়।
পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির উন্নয়ন নিয়ে লেখা বাংলা ব্লগ পাঠকদের পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির মূল্য জানতে সাহায্য করতে পারে।
এইগুলো মাত্র কিছু উদাহরণ, বাংলা ব্লগ লেখার ক্ষেত্র এখন খুব বিস্তৃত এবং বিভিন্ন বিষয়ে লেখা হয়। একটি বাংলা ব্লগ শুরু করার জন্য আপনি এই বিষয়গুলো নিয়ে লেখা শুরু করতে পারেন।
আমাদের সাথে যোগাযোগ
আপনি ওয়েবসাইটের whatsapp বাটনে ক্লিক করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । এছাড়া আমাদের ফেসবুক পেজ মেসেজ দিন ।
মোবাইল নম্বর : 01772422756
আসসালামু আলাইকুম
সম্মানিত রাইটারদের অবগতির জন্য জানানো যাচ্ছে, কীভাবে ব্লগইনফো বিডি থেকে আয় করা যায় তার সম্পূর্ন পদ্বতি ভিডিও আকারে প্রকাশ করা হয়েছে । নতুন ভিডিও পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রইব করে পাশে থাকবেন ধন্যবাদ ।
পোষ্ট লিখে আয় ভিডিও : https://www.youtube.com/watch?v=gF0kbIBLw9c
ফেসবুক পেজ : https://cutt.ly/BwqFfWy2
ইউটিউব লিংক: https://www.youtube.com/channel/UCK0DpcNk-ju17x430icKgHw
Whats app: 01312905631
ব্লগইনফো বিডি থেকে আয় সর্বশেষ
রাইটারদের জন্য আমাদের একটি পার্সন্ল গ্রুপ খোলা হয়েছে সেখান থেকে আপনি সহজে আমাদের কাছ থেকে যেকোন সেবা নিতে পারবেন ।